মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

দিল্লিতে আবার করোনা ঊর্ধ্বমুখী, কারফিউ জারি হতে পারে

চিত্র: করোনা ঊর্ধ্বমুখী দিল্লীতে

সজল দাশগুপ্ত: রাজধানী দিল্লিতে আবার বাড়ছে করোনা সংক্রমণ। কারফিউ জারি হতে পারে এমনটাই জানা গিয়েছে। তবে সমস্ত কিছু নির্ভর করছে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের উপর। এ প্রসঙ্গে জানিয়েছেন, আগামী তিন থেকে পাঁচ দিন রাজধানীর করোনা পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হবে। পজিটিভিটি রেট যদি বৃদ্ধি পায় সে ক্ষেত্রে কারফিউ জারি করা হতে পারে।

তবে প্রথমেই গোটা রাজধানীতে কারফিউ জারি করা হবে না। কন্টাইন্মেন্ট জোন ভাগ করে করে জারি করা হবে কারফিউ। দিল্লিতে মাক্স পরা বাধ্যতামূলক। একটি গাড়িতে একাধিক ব্যক্তি থাকলে সকলকে মাক্স পড়তে হবে। পরিস্থিতির উপর বিশেষ নজর রাখা হচ্ছে। রাজধানী দিল্লি নয় গোটা দেশেই করোনার সংক্রমণ আবার বৃদ্ধি পেয়েছে। তাই স্বাস্থ্য দপ্তর থেকে বারেবারে বলা হচ্ছে সর্তকতা অবলম্বন করার জন্য সকলকে।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: