চিত্র: ১৪৪ ধারা জারি করা হয়েছে |
ওয়েব ডেস্ক: সাম্প্রদায়িক অশান্তি রাজস্থানে। কারাউলিতে ১৪৪ ধারা জারি করা হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। ঘটনা প্রসংগে জানা গেছে, শনিবার হিন্দুদের নব সম্বৎসরের উদযাপনে ধর্মীয় বাইক র্যালি যায় একটি মুসলিম অধ্যুষিত অঞ্চলের একটি মসজিদের পাশ দিয়ে সেসময় কিছু মুসলিম যুবকরা ওই বাইক র্যালিতে পাথর ছোড়ে বলে অভিযোগ। এরপর রণক্ষেত্রের চেহারা এলাকা।আবার তার জবাব দিতে জবাবে হিন্দুদের মিছিল থেকে লোকজনও পালটা পাথর ছোড়ে এবং কয়েকটি দোকানে এবং মোটরবাইকে আগুন লাগিয়ে দেয়।
এহেন ঘটনার প্রসংগে, রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বসুন্ধরা রাজে বলেছেন, ‘নব সম্বৎসরের মিছিলে এই আক্রমণের আমি তীব্র নিন্দা করছি। ঘৃণার মনোবৃত্তি রাজস্থানে অনুমোদন পেতে পারে না। কালপ্রিটদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া উচিত প্রশাসনের।’ ইতিমধ্যে এলাকায় কার্ফু জারি করা হয়েছে এলাকায়। এই ঘটনায় ২০ জন আহত হয়েছেন বলে খবর।
- Published By: BIPRADIP DAS
0 Comments: