মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২

স্কুলগুলিতে মনিং ক্লাস করার নির্দেশ স্কুল শিক্ষা দফতরের

department-of-education-has-issued-guidelines-for-conducting-morning-school
চিত্র: স্কুল শিক্ষা দফতর

সজল দাশগুপ্ত: অসহ্য গরম! তেতেপুড়ে কলকাতা সহ দক্ষিণবঙ্গের মাটি। ১১ টি জেলায় তাপপ্রবাহ চলছে। রাজ্যবাসীর একটাই কামনা এখন, হোক একটু বৃষ্টি। রাজ্যের বিভিন্ন জেলার তাপমাত্রা ভিন্ন তবে সব্বোর্চ তাপমাত্রা ৪০ ড্রিগ্রি থেকে ৪২ ড্রিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশী তাপপ্রবাহ বাঁকুড়া জেলায়। আবহাওয়া অফিস সূত্রে, এপ্রিল মাসে আর বৃষ্টির সম্ভবনা নেই। তাপপ্রবাহ নিয়ে স্কুল শিক্ষা দফতরের নির্দেশ রাজ্যের সমস্ত স্কুলগুলিতে। যে যে স্কুলে সম্ভব মনিং ক্লাস করানো হোক কেননা বেলা ১১ঃ৩০ থেকেই বেলা ৪ টে পর্যন্ত তাপপ্রবাহ থাকে। এবং স্কুল চলাকালীন কোনো বিদুৎ সংযোগ বন্ধ করে না দেওয়া হয় তার দিকে লক্ষ রাখতে হবে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: