শুক্রবার, ১ এপ্রিল, ২০২২

এখনও ইউক্রেনে আটকে আছে ৫০ জন ভারতীয় পড়ুয়া

fifty-indian-students-are-still-stranded-in-ukraine
চিত্র:  মীনাক্ষী লেখি (ফাইল ছবি)

ওয়েব ডেস্ক: একদিকে যখন গত ২৪শে ফেব্রুয়ারি ইউক্রেনের উপর রাশিয়ার(Russia) আগ্রাসন অন্যদিকে ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করতে তৎপর ভারতীয় বায়ুসেনা। কেন্দ্রীয় সরকারের "অপরেশন গঙ্গা" -র ফলে প্রায় ২২ হাজার ৫০০ জন ভারতীয় পড়ুয়াদের উদ্ধার করা  সম্ভব হয়েছে। এদের মধ্যে বেশীর ভাগ অংশই মেডিক্যাল নিয়ে পড়তে যাওয়া পড়ুয়া। তবে সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনা হয়নি এখনও। এদিন রাজ্যসভায় এসে মীনাক্ষী লেখি(Meenakshi Lekhi) এমনটাই মন্তব্য করেন। তিনি জানান, এখনও আটকে আছে ৫০ জন ভারতীয় পড়ুয়া। তবে তাদের মধ্যে সবাই ফিরতে না চাইলেও কিছু পড়ুয়া ভারতে ফিরতে চান বলে কিয়েভের দূতাবাস সূত্রের খবর। 
  • Published By: BIPRADIP DAS  

Share This

0 Comments: