সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

ভারতের নতুন সেনাপ্রধান নিয়োগ হতে চলেছে

general-manoj-pande-appointed-as-new-army-chief
চিত্র: ভারতের নতুন সেনাপ্রধান মনোজ পাণ্ডে

সজল দাশগুপ্ত: গত বছর ডিসেম্বর মাসে সেনাঘাটিতে যাওয়ার স্ত্রী, দেহরক্ষী এবং কয়েকজন জওয়ান সহ ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াতের হেলিকপ্টার দুর্ঘটনায় কবলে পড়ে। ফলে মৃত্যুর কোলে ঢলে পড়ে গোটা হেলিকপ্টার সহ সেনাপ্রধানের স্ত্রী ও দেহরক্ষীরা। এরপর সেনাপ্রধানের মৃত্যুর পর থেকে পদটি খালি পড়ে রয়েছিলো। এবার সেই পদের জন্য ভারতের প্রতিরক্ষামন্ত্রক দেশের সেনাপ্রধান নিয়োগ করতে চলেছে। নজিরবিহীন ঘটনা। নিয়োগ করা হবে একজন ইঞ্জিনিয়ারকে। যিনি ভারতীয় স্থলসেনার শীর্ষপদে বসতে চলেছেন। তার নাম লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে। 

জানা যায়, লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে বাহিনীর ইঞ্জিনিয়ারিং বিভাগের সঙ্গে যুক্ত ছিলেন। এই লেফটেন্যান্ট জেনারেল মনোজ পাণ্ডে নিয়ন্ত্রণ রেখার কাছে পালানওয়ালা সেক্টরে 'অপারেশন পরাক্রমের' দায়িত্ব ছিলেন। এই অভিয়ানের পরে পরেই পাক-মদতপুষ্ট জঙ্গিরা ২০০১ সালে পার্লামেন্টে জংগি হামলা চালায়।

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: