শনিবার, ২ এপ্রিল, ২০২২

আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক প্রথম ভাষার পরীক্ষা

higher-secondary-exam-is-starting-from-today
চিত্র: উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী - নিজস্ব ছবি

শুভজিৎ চক্রবর্তী, হুগলি: আজ থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক প্রথম ভাষার বাংলা পরীক্ষা। করোনার ধাক্কা কাটিয়ে এবার প্রথমবার হোম সেন্টারেই হচ্ছে পরীক্ষা। ২৭-শে এপ্রিল পর্যন্ত পরীক্ষা চলবে। এবছর ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী বসেছে। জানা যায়, এবারে ছাত্রীদের সংখ্যা বেশী। যা প্রায় ৭২ হাজার। সকাল ১০ টা থেকে দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। উচ্চমাধ্যমিক পরীক্ষা উপলক্ষ্যে কড়া নির্দেশ রয়েছে স্কুল গুলির উপর। কোনোরকম ভাবে টোকাটুকি, পরীক্ষা কেন্দ্রে অপ্রীতিকর ঘটনা ঘটলে স্কুলের অনুমোদন বাতিল হয়ে যেতে পারে। সংসদের নির্দেশ রয়েছে পরীক্ষা কেন্দ্রে মোবাইল নিয়ে প্রবেশ নিষিদ্ধ।সমস্ত নজরদারির জন্য বিশেষ অবজাভার নিয়োগ করা হয়েছে। কোনো বিষয়ে সমস্যায় পড়লে তার জন্য হেল্প ডেস্ক নাম্বার চালু করা হয়েছে ০৩৩-২৩৩৭০৭৯২। সমস্ত ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুভেচ্ছা বার্তা টুইটারে প্রকাশ করে বলেছেন, "উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা। মনসংযোগ করো এবং মাথা ঠান্ডা রেখো। তোমরা অবশ্যই সফল হবে"। 

  • Published By: BIPRADIP DAS  

Share This

0 Comments: