শুক্রবার, ৮ এপ্রিল, ২০২২

মালদায় বেআইনি ব্যবসা! গেপ্তার কচ্ছপ বিক্রেতাকে

illegal-business-in-malda-arressted-tortoise-seller
চিত্র: ১৯  টি কচ্ছপ উদ্ধার

বিশ্বজিৎ মন্ডল: গোপন সূত্রে খবর পেয়ে এক কচ্ছপ বিক্রেতাকে ধরে ফেলল বনদপ্তর। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বড়ো মাপের ৫ টি কচ্ছপ ছোট ও বড় মাপের ১৪ টি কচ্ছপ। মোট ১৯  টি কচ্ছপ ওই ব্যক্তির কাছে থেকে পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একজন পালিয়ে গেলেও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে বনদপ্তরের আধিকারিকরা। জানা যায় ওই ব্যক্তির নাম বিপুল বিশ্বাস বাড়ি গাজোলের নয়াপারা এলাকায়। ছোট বড়ো সবরকম কচ্ছপ বিক্রি করতেন। এবং বেআইনি ভাবে এই ব্যবসা চালিয়ে যেতেন বলে অভিযোগ। 

এদিন গোপন সূত্রে খবর পেয়ে গাজোল রেঞ্জের আধিকারিকরা হানা দেয় নয়াপারা এলাকায়। এবং ওই ব্যক্তির বাড়িতে ক্রেতা সেজে জিজ্ঞাসা করলে ওই ব্যক্তির কাছ থেকে ছোট-বড় সব মাপের কচ্ছপ বেরিয়ে আসে। সঙ্গে সঙ্গেই বনদপ্তরের কর্মীরা পৌছাই অভিযুক্তর বাড়িতে উদ্ধার হয় মোট ১৯ টি কচ্ছপ। দীর্ঘদিন ধরে ওই ব্যক্তি কচ্ছপ বিক্রি করতো বলে জানা গেছে ফরেস্ট দপ্তর সূত্রে। এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে বনদপ্তর আধিকারিকরা। এর পরেই ওই অভিযুক্তকে গ্রেপ্তার করে মালদা ডিভিশন ফরেস্ট দপ্তরে নিয়ে আসা হয়। আজ ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করা হবে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: