রবিবার, ৩ এপ্রিল, ২০২২

শ্রীলঙ্কায় ৪০ হাজার টন চাল পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ভারত

india-is-preparing-to-send-40000-tonnes-of-rice-to-sri-lanka
ফাইল ছবি

সজল দাশগুপ্ত: প্রতিবেশী শ্রীলংকার অর্থনৈতিক পরিস্থিতি বর্তমানে অত্যন্ত খারাপ। তীব্র ঘাটতি দেখা গেছে শ্রীলঙ্কার পেট্রল-ডিজেলে। চরম বিপদের মুখে পরিবহন অবস্থা। সেখানের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জরুরি অবস্থা জারি হয়েছে। সেই কারণে ভারত বাড়িয়ে দিয়েছে সাহায্যের হাত। ইতিমধ্যেই ভারত থেকে ৪০ হাজার মেট্রিক টন ডিজেল পাঠানো হয়েছে শ্রীলঙ্কায়। এর ফলে ডিজেলের অভাব কিছুটা হলেও কমবে বলে আশা করা যায়। ডলারের তুলনায় শ্রীলঙ্কান মুদ্রার ভ্যালু আন্তর্জাতিক মার্কেটে অনেকটাই কমে গিয়েছে। সেই কারণে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া। এই কারণে বিদেশ থেকে দ্রব্য সামগ্রী আমদানি করতে পারছে না শ্রীলঙ্কা। ভারত জানিয়েছে শ্রীলংকায় খুব তাড়াতাড়ি পর্যাপ্ত পরিমাণে চাল পাঠাবে। যার পরিমান প্রায় ৪০ হাজার টন। আশা করা যায় যার ফলে এতে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কিছুটা হলেও কমবে। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: