ফাইল ছবি |
সজল দাশগুপ্ত: এবার তেলের পর বাণিজ্যিক গ্যসের দাম এক লাফে বাড়ল ২৫০ টাকা। বাণিজ্যিক সিলিন্ডার দিল্লিতে দাম ২,২৫৩ টাকা। কলকাতায় এখন ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২,৩৫১ টাকা। বাড়ির রান্নার ১৪.২ কেজির একটি সিলিন্ডারের দাম ৯৪৯.৫০ টাকা। ফলস্বরুপ, এবার রেস্তোরাঁ, হোটেলে খাওয়ার খরচ বাড়বে। এক লাফে গ্যাসের দাম ২৫০ টাকা বাড়লো। লক্ষ্যণীয়, প্রথম থেকেই বিরোধীদের দাবি ছিলো,পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শেষ হলেই গ্যাস-তেলের দাম বাড়বে হুহু করে। তাই ঘটলো। পর পর ১১ দিন ধরে দাম বেড়েই চলেছে। গত বৃহস্পতিবার রাত থেকেই পেট্রোল-ডিজেলের প্রতি লিটারে দাম বাড়ল ৮০ পয়সা করে। বেশ গত ৫ দিন আগেও পেট্রোলের দাম ছিলো ১১১.২০ টাকা এখন সেই দাম কলকাতায় এক লিটার পেট্রোলের দাম হয়েছে প্রায় ১১২ টাকা। এখন পযন্ত বাংলা রাজ্য ছাড়া চেন্নাই ও দিল্লীতে প্রতি লিটার ১০০-১০৭ টাকার মধ্যেই দাম রয়েছে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: