সোমবার, ১১ এপ্রিল, ২০২২

আগামী দিনে বাংলায় আরও শিল্প আসবে: মমতা ব্যানার্জি

mamata-banerjee-said-that-more-industries-will-come-to-west-bengal-in-the-coming-days
চিত্র: বিশ্ববাংলা প্রাঙ্গণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক: ২০১৮ সালে মুখ্যমন্ত্রীর নির্দেশে এই মেলা প্রাঙ্গণের কাজ শুরু হয়েছিলো। কিন্তু মাঝে কোভিডের জন্য সমস্ত কাজ বন্ধ রাখতে হয়েছিল। কলকাতা সায়েন্স সিটির পাশে ২২ একর জায়গা নিয়ে অনুষ্ঠিত হবে বিশ্ববাংলা প্রাঙ্গণ। আগামী সপ্তাহে শুরু হতে চলেছে বিশ্ববঙ্গ বানিজ্য সম্মেলন। এদিন বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই সম্মেলন উদ্ভোবন করেন। এই মেলাতে গাড়ি পার্ক করে রাখার সু-ব্যবস্থা করেছে রাজ্যসরকার। জানা গেছে ১ হাজার ১৫০ টি গাড়ি রাখা যাবে। এই মেলাতে খরচ হবে প্রায় ৩০০ কোটি টাকা যা মুখ্যমন্ত্রী নিজেই বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, "শিল্প আমার লক্ষ্য, সারা বিশ্বে ব্যবসায়ী বন্ধুরা ছড়িয়ে আছে তারা আসুন বাংলায়, এই বাংলায় শিল্পের সম্ভবনা আছে। যেমন তাজপুর বন্দর, দেউচা-পাচামী, বিভিন্ন শিল্পঞ্চল পার্ক। আগামী দিনে বাংলায় আরও শিল্প আসবে"। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: