শনিবার, ৩০ এপ্রিল, ২০২২

আগামী ২রা মে থেকে গরমের ছুটি, বন্ধ থাকবে সমস্ত স্কুল-কলেজ

mamata-banerjee-announces-summer-vacation-in-school-college
চিত্র: নবান্নে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

ওয়েব ডেস্ক: গোটা রাজ্যে কয়েকটি জায়গা বাদ দিয়ে তাপমাত্রা ক্রমশ ঊর্ধ্বমুখী। এরকম পরিস্থিতিতে আলোচনা চলছিল সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার জন্য। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, মুখ্যমন্ত্রীর সঙ্গে এবিষয়ে আলোচনা চলছে। খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত জানানো হবে। সেইমতো মুখ্যমন্ত্রী গত বুধবার জানিয়ে দিলেন আগামী ২রা মে থেকে গরমের ছুটি কার্যকর হবে গোটা রাজ্যের বিভিন্ন স্কুল-কলেজে।

দক্ষিণবঙ্গের তাপমাত্রার পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। এই রকম পরিস্থিতিতে ছাত্র-ছাত্রীদের পক্ষে স্কুলে যাওয়া কষ্টকর। ইতিমধ্যে রাজ্যে ১ জন উচ্চমাধ্যমিক ছাত্রী অতি গরমে বলি হয়েছেন। তাই সব মিলিয়ে তাদের কথা ভেবে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা হয়েছে। এছাড়া রাজ্য শিক্ষা দপ্তর থেকে বেসরকারি বিদ্যালয়গুলিকে গরমের ছুটি এগিয়ে নিয়ে আসার ব্যাপারে পরামর্শ দেওয়া হয়েছে। এদিন আলোচনায় ঠিক হয় আগামী মে মাসের ২ তারিখ থেকে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গরমের ছুটি কার্যকর হবে। তবে পুনরায় কবে আবার সরকারি বিদ্যালয় গুলি খুলবে এই বিষয়ে পরবর্তী আলোচনায় ঠিক হবে।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: