চিত্র: গত বছরের নৈশ কারফিউ |
সজল দাশগুপ্ত: আজ রাত থেকে উঠে যাচ্ছে নৈশ কারফিউ। দোলের দিন নৈশ কারফিউ শিথিল করেছিল রাজ্য সরকার। আগে নিয়মনুসারে, রাত ১২ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নৈশ কারফিউ জারি ছিলো। করোনার কারণে গত দুই বছর ধরে গোটা রাজ্যে জারি ছিল নৈশ কারফিউ। রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুসারে গত ২৪ ঘণ্টায় করোনার আক্রান্ত হয়েছেন ৩৭ জন। তবে মৃতের খবর নেই। পরিস্থিতি আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক হয়েছে। আর এই কারণেই পূর্বে ঘোষণা করা নৈশ কারফিউ তুলে নেওয়া হচ্ছে। আজ বৃহ:স্পতিবার নবান্ন থেকে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে।
রাত ১২ টা থেকে ভোর পাঁচটা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ জারি ছিল গোটা রাজ্যে। 2 বছর পরে এই কারফিউ প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক ১রা এপ্রিল থেকে বিধি নিষেধ তুলে নেওয়ার কথা আগে ভাগেই জানিয়ে রেখেছিলো। মাস্ক পড়া এবং হাত স্যানিটাইজ করা বাধ্যতামূলক। নবান্ন থেকে জানিইয়ে দেওয়া হয়েছে, সমস্ত সরকারি-বেসরকারি অফিসে আগের মতো যেতে পারবে তবে কোভিড বিধি মেনে চলতে হবে।
- Published By: BIPRADIP DAS
0 Comments: