রবিবার, ১০ এপ্রিল, ২০২২

শ্রীলঙ্কায় ভারতের পাঠানো তেল শীঘ্রই শেষের পথে

oil-shipments-from-india to-sri-lanka-are-soon-coming-to-an-end
চিত্র: তেল পাবার আশায় দাঁড়িয়ে

সজল দাসগুপ্ত: ভারতের প্রতিবেশী দেশ শ্রীলঙ্কা ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে আছে। এর পাশাপাশি শ্রীলঙ্কায় চলছে রাজনৈতিক সঙ্কট। এই চরম পরিস্থিতিতে ভারত-শ্রীলংকার পাশে দাঁড়িয়েছে। ভারত থেকে শ্রীলঙ্কায় পাঠানো হয়েছে ৪০ হাজার টন ডিজেল। আশঙ্কা করা হচ্ছে ভারত থেকে পাঠানো ডিজেল আর কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। সেই ক্ষেত্রে শ্রীলংকা আবার জ্বালানির সংকটে পড়বে। এরকম পরিস্থিতিতে শ্রীলংকা কি আবার ভারতের কাছে ডিজেল পাঠানোর জন্য আবেদন করবে, এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে। উল্লেখ্য, ১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন ভয়ঙ্কর সমস্যায় পড়তে হয়নি। তেল,খাবার না পেয়ে জনসাধারণ রাস্তায় প্রকাশ্যে বিক্ষোভ প্রদর্শন করছে। ইতিমধ্যে শ্রীলঙ্কার সমস্ত মন্ত্রী পদত্যাগ করেছে জন সাধারণের রোষের মুখ পড়ে। বহু জায়গায় বন্ধ হয়ে গেছে তাপবিদুৎ কেন্দ্র ফলে টানা গোটা ২-৩ দিন ধরে কারেন্ট থাকছেনা শহরজুড়ে। 
  • Published By: BIPRADIP DAS   

Share This

0 Comments: