প্রতিকি ছবি |
সজল দাসগুপ্ত: গতকাল গভীর রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে ফাঁসিদেওয়া থানার পুলিশ চটহাট এলাকার হাপটিয়াগাছ ব্রিজের কাছে আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজসহ ঐ যুবককে গ্রেপ্তার করে। ধৃত নাম দবির আলম, সে উত্তর দিনাজপুর জেলার বাসিন্দা।পুলিশ সূত্রে খবর ঐ যুবক চটহাট এলাকায় ঢুকে ছিল ছিনতাই করতে। ধৃত যুবক কে ফাঁসিদেওয়া থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রটি সে কিশানগঞ্জ থেকে কিনে নিয়ে এসেছিল।
পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্তের বিরুদ্ধে গরু চুরি,বাইক ছিনতাইসহ বিভিন্ন অসামাজিক কাজে চোপড়া থানা, ইসলামপুর থানা বহু অভিযোগ রয়েছে। শনিবার ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়। অভিযুক্তকে আদালতের কাছে সাত দিনের পুলিশের হেফাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।কিভাবে কার কাছ থেকে সে ওই অস্ত্র পেল তা খতিয়ে দেখছে পুলিশ।শিলিগুড়িতে পরপর কয়েকটি অস্ত্র পাবার ঘটনাকে কেন্দ্র করে চিন্তায় পুলিশও।এত বাধা এবং এত পাহাড়া থাকতে কিভাবে এই অস্ত্র ঢুকছে এবং কিভাবে বাইরে বেরিয়ে যাচ্ছে তা ধরতেই পারছে না পুলিশ।তবে পুলিশের অনুমান প্রতিবেশী কোন দেশ থেকেই ভারতে ঢুকছে এইসব অস্ত্র।
- Published By: BIPRADIP DAS
0 Comments: