রবিবার, ১০ এপ্রিল, ২০২২

প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

police-arrested-visvabharati-professor
চিত্র: গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক


ওয়েব ডেস্ক: হেনস্থা, বিদ্বেষ ছড়ানো, প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ ওঠে বিশ্বভারতীর অধ্যাপক সুমিত বসুর বিরুদ্ধে। অভিযোগ তোলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র সোমনাথ সৌ। এদিন শান্তিনিকেতন থানার পুলিশ রবিবার বিকেল ৫ টায় গ্রেফতার করে। আগামী সোমবার  অভিযুক্ত অধ্যাপক সুমিত বসুকে সিউড়ি আদালতে তোলা হবে। পাল্টাও দিয়েছে আবার অধ্যাপক সুমিত বসু। তিনি শান্তিনিকেতন থানায় সোমনাথের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। গ্রেফতার প্রসংগে জানা গেছে, সুমিত বসু আগাম জামিনের জন্য আবেদন করেন সিউড়ি আদালতে কিন্তু সেই আবেদন নাকচ করে দেয়। এরপর হাইকোর্ট আবেদন করেন পরে অবশ্য সেই আবেদন নিজেই তুলে নেন। ফলে সিউড়ি আদালতেই রায় বহাল থাকে। এরপর জারি হয় গেপ্তারি। তারপরই গেপ্তার হন অধ্যাপক সুমিত বসু।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: