বুধবার, ১৩ এপ্রিল, ২০২২

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র উদ্ধার

siliguri-metropolitan-police-raided-and-recovered-firearms
চিত্র: অভিযুক্ত রোহান আলম

সজল দাশগুপ্ত: বগটুই গণহত্যা ঘটনার পরই মুখ্যমন্ত্রী তথা রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ রাজ্যের প্রত্যেকটি থানাকে সোর্স বাড়াতে হবে। নিজস্ব থানা এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ বোমা উদ্ধার করতে হবে। এর আগেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পরিষ্কার জানিয়েছেন যে থানা এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটবে সে থানার দায়িত্বে থাকা ওসি- আইসি আধিকারিকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এমন নির্দেশের পরই শহর শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত প্রত্যেকটি থানার পুলিশ কিন্তু নড়ে চড়ে বসে। শুরু করে নিজেদের গোপন সূত্রকে কাজে লাগানো। গতকাল রাতেও প্রধাননগর থানার পুলিশ গোপন সূত্রের খবরের ভিত্তিতে প্রধাননগর থানা এলাকায় অভিযান চালিয়ে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ সহ হাতেনাতে গ্রেপ্তার করতে সক্ষম হয় রোহান আলমকে।

অভিযুক্ত ইসলামপুরের বাসিন্দা। দেশি পিস্তল ও এক রাউন্ড কার্তুজ শিলিগুড়িতে বিক্রির উদ্দেশ্যে এসেছিল রোহান। তবে বিক্রির আগেই পুলিশের হাতে গ্রেপ্তার হয় রোহানকে। আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতেপেশ করে প্রধাননগর থানার পুলিশ। শিলিগুড়িতে কার কাছে এই আগ্নেয়াস্ত্র বিক্রি করতে এসেছিলঅভিযুক্ত তা তদন্ত করে দেখছে পুলিশ ।শিলিগুড়ির বেশ কিছু এলাকায় রাত হলেই বেড়ে চলেছে সমাজবিরোধী কার্যকলাপ,তাই আগাম সতর্কতা হিসাবে কিছু বাড়তি পদক্ষেপ গ্রহন করতে চাইছে শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশ।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: