সোমবার, ১৮ এপ্রিল, ২০২২

কালবৈশাখী ঝড়ে কোচবিহারের সুকতাবাড়ি গ্রাম ধ্বংসস্তূপে পরিণত

the-village-of-suktabari-in-cochbihar-was-reduced-to-rubble-by-the-kalbaishakhi-storm
চিত্র:  দেড় কেজি ওজনের শীলা

সজল দাশগুপ্ত: গতকালের প্রবল ঝড়ে পুরোপুরি ধ্বংস হয়ে যায় কোচবিহারের সুকতাবাড়ি নামক একটি গ্রাম। গ্রামবাসীরা আতঙ্কে জানিয়েছেন এমন প্রবল ঝড় তারা কোনদিনও দেখেননি। ঝড়ের সাথে শীলাবৃষ্টি থাকায় নষ্ট হয়ে যায় গোটা গ্রামের চালের টিনগুলি। ঝড়ে প্রায় সমস্ত গ্রামের চালের টিন উড়ে যায় এবং নষ্ট হয়ে যায় পুরোপুরি গোটা গ্রামের ঘরবাড়ি।প্রচুর মানুষ আহত হয়ে কোচবিহারের স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন।

তাদের চিকিৎসা চলছে।কারো হাত ভেঙ্গে গেছে,কারো মাথার পিছন দিকে চোট লেখেছে আবার কেউ দৌড়াতে গিয়ে পড়ে গিয়ে আহত হয়েছেন।আহতদের দেখতে হাসপাতালে গেছেন রবীন্দ্রনাথ ঘোষ এবং অন্যান্য তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব।শীলাবৃষ্টিও হয় ঘন্টা দুয়েক।একেকটি শিলার ওজন ছিল দু থেকে তিন কেজি। প্রচন্ড ঝড়ে ভেঙ্গে যায় প্রচুর গাছ নষ্ট হয়ে যায় ক্ষেত এবং ট্রানসফর্মারও। বর্তমানে জরুরীকালীন ভিত্তিতে উদ্বারকার্য চলছে বলে খবর পাওয়া গেছে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: