সোমবার, ৪ এপ্রিল, ২০২২

কৃষক আন্দোলনের মেয়াদকেও ছাপিয়ে গেছে বাংলার চাকুরিপ্রার্থীদের ধর্ণা

this-time-the-period-of-peasant-movement-has-also-surpassed-the-dharna-of-job-seekers-in-bengal
চিত্র: গান্ধীমূর্তি পাদদেশে চাকুরিপ্রার্থীদের ধর্ণা অবস্থান 

ওয়েব ডেস্ক: দিল্লীতে ৩৭৮ দিন ব্যাপী কৃষক আন্দোলনকেও ছাপিয়ে গেছে এই রাজ্যের বঞ্চিত চাকুরিপ্রার্থীদের ধর্ণা অবস্থান। তিন দফা মিলে আজ ৩৮৫ দিনে পড়লো। দিল্লীতে কৃষকদের ন্যায্য দাবীকে সমর্থন জানালেও নিজের রাজ্যেই ২০১৯ সালে কলকাতা প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে প্রতিশ্রুতি দিয়েও দুর্নীতির কারণে বঞ্চিত চাকরিপ্রার্থীদের এখনও ২০২২ সালের ফেব্রুয়ারিতে এসেও কার্যকর হয়নি বা কোনো সুরাহা করলেন না। অন্যদিকে একের পর এক শিক্ষক দুর্নীতিতে জর্জরিত রাজ্য সরকার। 

বঞ্চিত শিক্ষক পদপ্রার্থীগণদের যুক্তি, মেধাতালিকায় সামনের দিকে থাকা চাকরি প্রার্থী হয়েও পাননি নিয়োগ অথচ মেধাতালিকার পেছনের দিকে থাকা বহু প্রার্থী এমনকি ফেল করা প্রার্থীদেরও অবৈধভাবে চাকরিতে নিয়োগ করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের অবৈধভাবে নিয়োগের অভিযোগ ভুড়িভুড়ি। এক শিক্ষক পদপ্রার্থী এমডি রাকিব হোসেন এবং তমা হোসেন, নূপুর মন্ডল জানিয়েছেন, সোনার বাংলা গড়ার কান্ডারী মাননীয়া মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে অতি দ্রুত তাদের নিয়োগ করতে হবে। কারণ প্রত্যেকেই মেধাতালিকায় প্রথম দফায় ডাক পেয়েও আজ দুর্নীতির কারণে তাদের ন্যায্য চাকরি থেকে বঞ্চিত।"

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: