শনিবার, ২৩ এপ্রিল, ২০২২

ভারতে ফের ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ

upw ard-corona-infection-in-india-again
চিত্র: করোনার গ্রাফিক্স নিজস্ব

ওয়েব ডেস্ক: গত কয়েকদিনের করোনা পরিসংখ্যান যথেষ্ট উদ্বেগজনক। দিল্লিতে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। ফের ঊর্ধ্বমুখী দেশের দৈনিক সংক্রমণ। ভারতে এবার সংক্রমণের চতুর্থ ঢেউ আছড়ে পড়া কি সময়ের অপেক্ষা। এমনটাই মত বিশেষজ্ঞদের। দিন-দিন দেশে বেড়েছে করোনা সক্রিয় রোগীর সংখ্যাও। ইতিমধ্যেই গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫২৭ জন। মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায় দেশে ৩৩ জনের। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৬৫৬ জন। দিল্লির পরিস্থিতি দেখে চেন্নাইতে, তামিলনাড়ুর স্বাস্থ্য সচিব জে রাধাকৃষ্ণন জানিয়েছেন, প্রকাশ্য স্থানে মাস্ক না পরলে ৫০০ টাকা জরিমানা করা হবে। জেলা কালেক্টরদের এব্যাপারে তদারকি করতে নির্দেশ দেওয়া হয়েছে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: