রবিবার, ৩ এপ্রিল, ২০২২

আমরা নিজেদের ক্ষমতায় যেকোনো আগ্রাসন রুখে দিতে পারি: পাক সেনাপ্রধান

we-can-resist-any-aggression-in-our-power-pak-army-chief
চিত্র: পাক-সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া

ওয়েব ডেস্ক: ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ আজ ১ মাস পার তবুও রাশিয়ার লক্ষ পূর্ণ হয়নি। দিকে-দিকে বাড়ছে বিধ্বংস এলাকায় সংখ্যা। একাধিক বার রাশিয়া-ইউক্রেন আলোচনায় টেবিলে বসেছিল। তাও মেটেনি সমস্যা। অন্যদিকে পাকিস্তানে নিজেদের মধ্যে ঠাণ্ডা যুদ্ধ। একদিকে সেনাবাহিনী সহ বিরোধী দল অন্যদিকে পাক-প্রধানমন্ত্রী ইমরান খান। এরই মধ্যে পাক সেনাবাহিনী প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ইউক্রেন-রাশিয়া যুদ্ধ পরিস্থিতি নিয়ে বলেন, "নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকা পরেও ছোটো একটি দেশের প্রতি এমন আগ্রাসন ক্ষমার যোগ্য নয়। পাকিস্তান এই যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। পাশাপাশি শান্তি ফেরানোর লক্ষ্যে একটি চুক্তি করার উপায় খোঁজার পক্ষে ইসলামবাদ রয়েছে"। এছাড়াও আরও বলেন, ইউক্রেনের সাথে আমাদের সম্পর্ক ভালো। তারা সীমিত সক্ষমতা নিয়ে আধুনিক সমরশক্তির বিরুদ্ধে লড়তে পারে এবং আগ্রাসান রুখে দিতে পারে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: