বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

23-private-hospital-nursing-home-punished-for-misusing-swastha-sathi-card
চিত্র: স্বাস্থ্যসাথী প্রকল্প প্রতিকি ছবি

সজল দাশগুপ্ত: রাজ্য সরকারের স্বাস্থ্যসাথী প্রকল্পে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। জানা গেছে, স্বাস্থ্যসাথী কার্ডে একই রোগীর নামে-বেনামে একাধিক প্যাকেজ, বাড়তি ওষুধের ভুয়ো বিল পেশ, অপ্রয়োজনীয় এবং ভুয়ো মেডিক্যাল রিপোর্ট করা হয়েছে। যার ফলে ২৩টি বেসরকারি হাসপাতালকে ইতিমধ্যে জরিমানা করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে, বুধবার স্বাস্থ্য-অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, ‘‘আমরা বেসরকারি হাসপাতালগুলির উপর গোয়েন্দাগিরি করতে চাই না। কিন্তু দুর্নীতির কারণে মানুষ দূরবস্থায় পড়লে পদক্ষেপ করতেই হবে। এবং রাজ্যের ১০ টি জেলা থেকে এমন অভিযোগ। এছাড়াও বলেন, যারা টাকা মেটাবেন না তারা স্বাস্থ্য সাথী কার্ডে নতুন করে কাউকে ভর্তি নিতে পারবেন না।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: