শুক্রবার, ৬ মে, ২০২২

তিনবিঘা করিডর পরিদর্শনে যান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

amit-shah-visited-the-three-bigha-corridor-in-india-bangladesh-border
চিত্র: ভারত নিয়ন্ত্রিত তিনবিঘা করিডর

সজল দাশগুপ্ত: "দুইদিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। অমিত শাহের সর্বক্ষণের সফরসঙ্গী হবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এছাড়াও থাকবেন নিশীথ প্রামানিক। বৃহস্পতিবারের শিলিগুড়িতে বেশকিছু অনুষ্ঠানে উপস্থিত থাকার পর বৃহস্পতিবার শিলিগুড়ির কাছে শুকনাতে একটি বিলাসবহুল হোটেলে রাত্রিযাপন করেন তিনি। শুক্রবার বেলা ১১ টায় তিনি মেখলিগঞ্জের তিনবিঘা করিডর পরিদর্শনে যান। তার পরিদর্শন ব্যাপারে কঠোর নিরাপত্তা ছিলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা মেখলিগঞ্জের ভারত-বাংলাদেশ সীমান্তের তিনবিঘায় পৌঁছে বিএসএফ আধিকারিকদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

ভারত-বাংলাদেশ সীমান্তের নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে এই বৈঠকে আলোচনা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এই বৈঠকে অমিত শাহ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, নিশীথ প্রামাণিক সহ বেশ কয়েকজন সাংসদ এবং বিধায়ক। বৈঠক শেষে তিনবিঘা করিডর পরিদর্শনও করেন স্বরাষ্ট্রমন্ত্রী,অমিত শাহ।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: