শুক্রবার, ২৭ মে, ২০২২

আগামী ৭২ ঘণ্টার জন্য ব্যান্ডেল স্টেশনে ট্রেন চলাচল বন্ধ

bandel-station-totally-stop-2-days
চিত্র: ব্যান্ডেল স্টেশন

সজল দাশগুপ্ত: ব্যান্ডেল স্টেশনে "ইন্টারলকিং" কাজ শুরু হয়েছে। হাওয়া-বর্ধমান মেইন শাখায় ব্যান্ডেল ও মগড়া ষ্টেশনের মধ্যে নতুন ভাবে তৃতীয় লাইন বসানোর কাজ শুরু হয়েছে। ফলে স্টেশনে ট্রেন ঢোকার মুখে যাত্রীদের অপেক্ষা করার সময় কমবে। অনেক বেশী ট্রেনকে বিভিন্ন রুটে দ্রুত পাঠানো সম্ভব হবে। যার জেরে আজ শুক্রবার বেলা ৩ টে থেকে আগামী ৭২ ঘণ্টার জন্য ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ। বাতিল করা হয়েছে বহু লোকাল ট্রেন। জানা যায়, হাওয়া থেকে চুঁচুড়া এবং বর্ধ্মান থেকে খন্যান পর্যন্ত স্পেশাল ট্রেন চলাচল করবে। এবং ২৮,২৯ তারিখ কাটোয়া থেকে ত্রিবেণী ষ্টেশন পর্যন্ত পাঁচ জোড়া স্পেশাল ট্রেন চলবে। বন্ধ হয়েছে মালদা-হাওয়া ইন্টারসিটি এক্সপ্রেস ৩১শে মে পর্যন্ত। এবং বিভিন্ন গ্রীষ্মকালীন ট্রেনগুলিও। ফলে যাত্রীদের ভীষণ ভাবে সমস্যার মুখে পড়তে হবে। তার জন্য পূর্ব রেলের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করেছে। আগামী সোমবার থেকে আবার স্বাভাবিক ভাবে ট্রেন চলাচল শুরু হবে।     
  • Published By: BIPRADIP DAS  

Share This

0 Comments: