মঙ্গলবার, ২৪ মে, ২০২২

শিক্ষার অধিকার রক্ষার্থে ২১দফা সামাজিক কর্মসূচি আনবে বেডস

beds-will-bring-21-point-social-program-to-protect-the-right-to-education
চিত্র: বেডসের রাজ্য সম্মেলন

আমিনুল ইসলাম: গত ১৫-ই মে ছিলো বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির উদ্যোগে বিশ্ব পরিবেশ রক্ষার উপর এক আন্তর্জাতিক সেমিনার। সেই সেমিনারে যোগ দিতে আসে দেশ-বিদেশ থেকে সাত-শত এর অধিক সমাজ কর্মী, বুদ্ধিজীবী, পরিবেশবিদ, বিজ্ঞানী, কবি, সাহিত্যিক, স্বাধীনতা সংগ্রামী, শিল্পপতি সহ একাধিক গুণীজন। সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বেঙ্গল এডুকেশন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আমিনুল ইসলাম জানান মূলত বিশ্ব শান্তি ও সংহতির বার্তা পৌঁছে দিতে, বিশ্ব উষ্ণয়ণ ও বিশ্ব পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দিতে এই সেমিনারের আয়োজন। 

তিনি জানান, আগামী ৫-ই জুন বিশ্ব পরিবেশ দিবস থেকে ভারতের বিভিন্ন রাজ্যে ও পড়শীদেশ বাংলাদেশেও বৃক্ষরোপন করার উদ্যোগি হবে ফাউন্ডেশন। পাশাপাশি রক্তদান, থ্যালাসেমিয়া, সবার জন্য শিক্ষার অধিকার রক্ষা সহ ২১দফা সামাজিক কর্মসূচির উপর জোর দেবে বেডস পরিবার। এই আন্তর্জাতিক সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের সহযোদ্ধা বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী সম্মানীয় ওয়ালয়ার রহমান খান, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিধায়ক কাজী আব্দুর রহমান। 
  • Published By: BIPRADIP DAS 

Share This

0 Comments: