রবিবার, ১৫ মে, ২০২২

দন্ত চিকিৎসক থেকে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা

bjp-new-chief-minister-manik-saha-of-tripura
চিত্র: নতুন মুখ্যমন্ত্রী মানিক সাহা

সজল দাশগুপ্ত: একসময় উত্তর-পূর্ব এই রাজ্যের বিজেপি বলতে কিছুই ছিলোনা। দু-দশক ধরে ক্ষমতায় কমিউনিষ্ট সরকার। ত্রিপুরায় বাম জমানায় শেষ মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার। হঠাৎ বিজেপির উন্থান তাও বাইরে বিজেপির নেতা সুনীল দেওধরদের নিয়ে এসে। তখন বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। বিজেপি সরকার গঠনের জন্য মুখ্যমন্ত্রী পদের জন্য প্রধান দাবিদার হন বিপ্লব দেব। সেই মতো পরবর্তীকালে বিপ্লব দেবকেই মুখ্যমন্ত্রী হিসেবে বসানো হয়। এই বিপ্লব দেবই প্রথম আবিস্কার করা হাঁসে অক্সিজেন ছাড়ে বাঁ গরুর দুধ বেঁচে দশ লাখ টাকা, প্রভৃতি। 

বিপ্লব দেব গতকালই রাজ্যপালের সাথে দেখা করে মুখ্যমন্ত্রীর পদ থেকে ত্রিপুরার নতুন মুখ্যমন্ত্রী নির্বাচিত হলেন মানিক সাহা। ছিলেন দন্ত চিকিৎসক হলেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক অভিজ্ঞতা মাত্র ছয় বছরের আর তাতেই বাজিমাত। জানা যায়, ত্রিপুরার এক মেডিক্যাল কলেজের শিক্ষক ছিলেন। গত ২০১৬ সালে দন্ত চিকিৎসক পেশা থেকে বেরিয়ে এসে রাজনীতিতে প্রবেশ করেন। রাজনীতিতে এসেই প্রথমে বিজেপির রাজ্য সভাপতি এবং সাংসদ নির্বাচিত হন। গত ৩রা এপ্রিল শপথ নেন রাজ্যসভায়। এখন মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেন।   

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: