মঙ্গলবার, ২৪ মে, ২০২২

পরেশ, পার্থ, অনুব্রত মন্ডলের সম্পত্তির হিসাব চেয়েছে সিবিআই

cbi-seek-income-tax-return-report-of-partha-chatterjee-paresh-adhikari-anubrata-mondal
চিত্র: পরেশ অধিকারী, পার্থ চ্যাটার্জি, অনুব্রত মণ্ডল

নিজস্ব সংবাদদাতা: বর্তমান রাজ্য সরকারের একাধিক মন্ত্রী, বিধায়ক,সাংসদ থেকে নেতা দুর্নীতিতে জড়িত। তার মধ্যে বর্তমানে উল্লেখযোগ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিতে জড়িত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি এবং প্রতিশিক্ষামন্ত্রী পরেশ অধিকারী ও বীরভূমে গরু পাচার কেলেঙ্কারিতে জড়িত বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল। গত কয়েকদিন আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রী ও প্রতিশিক্ষামন্ত্রীকে জেরা করেছে সিবিআই। এবার তাদের সম্পত্তির পরিমানের হিসাব এবং আয়করের রিটার্নের হিসাব পেতে আয়কর দফতরের কাছে দ্বারস্থ হতে হয়েছে সিবিআইকে। এই তিন নেতার আয়কর নথিতে কোনো অসঙ্গতি আছে কিনা তা নিয়ে সন্দেহ বেঁধেছে সিবিআইয়ের মনে। 

এদিকে আবার "ভোট পরবর্তী হিংসা" মামলায় ফের অনুব্রত মন্ডলকে তলব করা হয়েছে। যদিও সিবিআইকে অনুব্রতর আইনজীবী অসুস্থতার কথা উল্লেখ করে ১৫ দিনের বিশ্রাম চেয়েছে। উল্লেখ্য, প্রতিশিক্ষামন্ত্রী পরেশ অধিকারী নিজের মেয়েকে অবৈধ ভাবে নিয়োগ করেছেন। জানা যায়, মেয়ের ইন্টারভিউ না দিয়েই স্কুল শিক্ষিকার চাকরি পেয়েছিলেন অংকিতা অধিকারী। এমন তথ্য সামনে আসতেই খোদ হাইকোর্ট তার স্কুল শিক্ষিকার চাকরি থেকে বের করে দিয়েছেন এবং এযাবৎ যা মাসিক মাহিনা পেত তা দুই কিস্তিতে হাইকোর্টের জেনারেলকে ফেরত দেবার নির্দেশ দেয় হাইকোর্ট। যার পরিমান ১৬ লক্ষ টাকা। 
  • Published By: BIPRADIP DAS       

Share This

0 Comments: