বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

মুখ্যমন্ত্রী সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য হবেন, বিল আনবে সরকার

cm-mamata-banerjee-will-be-the-chancellor-of-all-the-universities-proposal-was-passed-in-the-state-cabinet
চিত্র: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

কলকাতা: বৃহ:স্পতিবার নবান্নে মন্ত্রীসভার একটি বৈঠক ছিলো সেখানেই নতুন প্রস্তাব এসেছে, যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে অধীন হবেন। এরফলে ফের রাজ্যপাল বনাম মুখ্যমন্ত্রী সংঘাত আরও একবার প্রকাশ্যে। এতদিন সাধারণ নিয়ম ছিলো প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আচার্য পদে থাকবেন রাজ্যপাল। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে দেশের প্রধানমন্ত্রী আচার্য হন। জানা যায়, রাজ্যপাল সরকারের প্রতিটি কাজে বাঁধা দেয় বা সরকারের কাজে কোনো সহযোগিতা করেনা তাই এহেন সরকারের সিদ্ধান্ত আইন সংশোধনের। কিন্তু বাংলা ছাড়া একটু আলাদা তামিলনাড়ু, কেরল রাজ্য, সেখানে মুখ্যমন্ত্রীই সরকারি বিশ্ববিদ্যালয়ের আচার্য। এহেন ঘটনা প্রসঙ্গে, রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান, "আপাতত মন্ত্রীসভায় প্রস্তাব আনা হয়েছে এরপর বিল হিসেবে বিধানসভায় আনবে সরকার। এরপরই আইনি প্রকিয়া দ্রুত শুরু হবে। তবে রাজ্যপাল অনুমতি না দিলে অর্ডিন্যান্স জারি হবে"। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: