রবিবার, ১৫ মে, ২০২২

পেশায় টোটো চালক, নিজের গাড়িকেই বানিয়ে দিলেন বাগান

he-made-his-own-toto-car-a-garden
চিত্র: বাগানের রুপে টোটো

সজল দাশগুপ্ত: শক্তিগড়ের কল্যানী মন্ডল পেশায় টোটো চালক। গত তিন বছর ধরে টোটো চালাচ্ছেন শক্তিগড় এবং মেডিক্যালের রাস্তায়। তার টোটোর বৈশিষ্ট্য হল টোটোর উপরে ছোট ছোট গাছ এবং ঘাস লাগানো। তার এই অদ্ভুত চেহারার টোটো প্রচুর জনপ্রিয়তা লাভ করেছে মেডিক্যাল মোড়ের এলাকার বাসিন্দাদের কাছে। কিন্তুু হঠাৎ করে টোটোর চেহারা এরকম করলেন কেন তিনি? জানালেন কল্যানী মন্ডল তার ছোটবেলা থেকেই গাছ পছন্দ, তার বাড়ির চারপাশে গাছের পর গাছ লাগানো।বাড়িটি ঠিক যেন গাছ দিয়ে তৈরী।তার জীবনসঙ্গি তরুন মন্ডল পেশায় একজন বেসরকারী কোম্পানীর পিয়ন মাসে ৯ হাজার টাকা বেতন পান। শুধু এটা দিয়ে সংসার চলবে না, জেনেই আমি নেমেছি টোটো চালাতে।


তবে আমি দুপুরের পরে আর টোটো চালাই না,কারন দুপুরের পরে আমাকে আমার ছেলেমেয়েদের দিকে খেয়াল রাখতে হয়।তাই বিকেলে টোটো চালায় আমারই পাড়ার এক ভাই।এখন টোটো চালিয়ে দিনে প্রায় ৫০০ টাকা রোজগার হয় তার। আর তার টোটো, প্রচুর জনপ্রিয়তা অর্জন করেছে ওই গাছ লাগানো টোটো।সবাই একবার হলেও তার টোটোতে উঠতে চান। তার অদ্ভুত চেহারার টোটোর জন্য। যার জন্য তার টোটো এত জনপ্রিয় সেই গাছেরও যত্ন করেন তিনি।প্রতিদিন জল দেন,গাছগুলিকে ছেটেও দেন সপ্তাহে দুদিন করে। এই গাছগুলির জন্যই তো আমার এই টোটো এত জনপ্রিয়,তাই আমার প্রথম কর্তব্য এই গাছগুলির যত্ন করা জানালেন কল্যানী মন্ডল।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: