বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

is-the-leopard-caught-in-tea-garden-a-man-eater-fear-arises
চিত্র: খাঁচাবন্দি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ

সজল দাশগুপ্ত: চা বাগানে খাঁচাবন্দি হল একটি পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। মেটেলি ব্লকের ইনডং চা বাগানে বনদপ্তরের পাতা খাঁচায় সেটি ধরা পড়ে। বৃহস্পতিবার সকালে বাগানের শ্রমিকরা ওই খাঁচা থেকে চিতাবাঘের গর্জন শুনতে পায়। কাছে গিয়ে দেখে যে একটি বড়ো চিতাবাঘ খাঁচায় লাফালাফি করছে। এরপরেই খবর চাউর হতেই বহু মানুষের ভিড় হয় এলাকায়।

খবর দেওয়া হয় বনদপ্তরের খুনিয়া স্কোয়াডে। বনকর্মীরা এসে খাঁচা সমেত চিতাবাঘটি নিয়ে যায়। বাগান সূত্রে জানা যায় , গত ২১ মে চা বাগানে কাজ করার সময় চিতাবাঘের হানায় এক শ্রমিক জখম হন। এরপর বাগান কর্তৃপক্ষ বাগানে খাঁচা বসানোর জন্য বনদপ্তর কে দাবি জানায়। সেইমত ২৩ মে বাগানের বি ৮ সেকশনে ওই খাঁচা বসানো হয়। খাঁচা বসানোর ৩ দিন পরেই এদিন ওই চিতাবাঘটি বন্দি হয় । চিতাবাঘ খাঁচাবন্দি হওয়ায় শ্রমিকদের আতঙ্ক কিছুটা দূর হয়। তবে বাগানে আরও চিতাবাঘ আছে বলে শ্রমিকদের দাবি । খুনিয়া স্কোয়াড সূত্রে জানা গেছে যে চিতাবাঘটিকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। আবার ওই জায়গাটিতে খাচা বসানো হবে।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: