বুধবার, ২৫ মে, ২০২২

কালিম্পং এক ছোট্ট পাহাড়ি গ্রাম নাম লুনসেল

kalimpongs-lungsel
চিত্র: ছোট্ট পাহাড়ি গ্রাম লুনসেল

সজল দাশগুপ্ত: এই বছর উত্তরবঙ্গের অফবিট জায়গাগুলি পর্যটকদের এর কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে। কালিম্পং মানেই লাভা লোলেগাঁও এই ধরনের ব্যতিক্রম হয়েছে পর্যটকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে ছোট্ট পাহাড়ি গ্রাম  লুনসেন। সারা রাজ্যের তাপমাত্রার পারদ বাড়তে থাকলেও এই গ্রামে শীতল অনুভূতি সব সময় থাকে। মালবাজার থেকে অনায়াসে পাহাড়ি গ্রামটিতে যাওয়া যায়। লুনসেল দুটি রয়েছে আপার এবং লোয়ার। মালবাজার থেকে ওদলাবাড়ি হয়ে এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে যাওয়া যায়। 

ট্রেনে করে যেতে হলে নিউ মাল জংশন এ নামতে হবে, তারপর গাড়ি বুক করে সেখান থেকে চলে যাওয়া যাবে পাহাড়ি গ্রামে। ওদলাবাড়ি থেকে লুনসেল যাওয়ার রাস্তা অপরূপ মনোরম। চারপাশে রয়েছে চা বাগান, সবুজ পাহাড় মন জুড়িয়ে যাবে। দুদিন অনায়েসে কাটিয়ে দেওয়া যাবে এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে। একদিন লেগেই যাবে গোটা গ্রামকে ঘুরতে। আকাশ পরিষ্কার থাকলে ভিউ পয়েন্ট থেকে অনায়াসে তুষারশুভ্র কাঞ্চনজঙ্ঘা কে দেখতে পাওয়া যাবে। মজার ব্যাপার হলো এখান থেকে লাভা লোলেগাঁও কে দেখতে পাওয়া যায়। আফবিট জায়গা হয়েও এই ছোট্ট পাহাড়ি গ্রামটি পর্যটকদের কাছে ক্রমশ আকর্ষণীয় হয়ে উঠছে।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: