রবিবার, ১৫ মে, ২০২২

'আমি সিরাজের বেগম' খ্যাত পল্লবি দের মর্মান্তিক মৃত্যু

kolkata-popular-actress-pallavi-dey-is-no-more
পল্লবি দের মর্মান্তিক মৃত্যু

সজল দাশগুপ্ত: দুই বাংলার খুব পরিচিত মুখ পল্লবি দে। অভিনয় করেছেন ছোটো পর্দায়। আজ কলকাতার ভাড়া নেওয়া ফ্ল্যাট থেকে তার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। ফলে টলিউডে ফের শোকের ছায়া নেমে আসে। জানা যায়, কলকাতায় গড়ফা আবাসন এলাকায় কেপি রায় লেনের একটি ফ্ল্যাট ভাড়া করে এসেছিলেন গত ২৪ তারিখে। সাথে ছিলেন বন্ধু সাগ্নিক চক্রবর্তী। দেড় বছর ধরে এক সাথে থাকতেন। তবে আজ ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে গড়ফা থানার পুলিশ। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার রাত থেকে বন্ধু সাগ্নিকের সাথে পল্লবির ঝগড়া বাঁধে। তা সারারাতেও থামেনি। সকালেও হয় সেই ঝগড়া। অবশেষে সকাল ৯ টায় সাগ্নিক সিগারেট খাওয়ার জন্য বাহিরে বেরোয়। ফিরে এসে দেখে দরজা বন্ধ এরপর ধাক্কা মেরে দরজা খুলে দেখে ঝুলন্ত অবস্থায় পল্লবি। সাথে সাথে লাশ নিজেই নামান। জানা যায়, সিলিং ফ্যানের সাথে বিছানায় চাঁদর দিয়ে নিজেকে ফাস লাগায় পল্লবি। উল্লেখ্য, পল্লবির দেহে কোনো আঘাতে চিহ্ন নেই। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পল্লবির প্রথম ছবি "রেশম ঝাঁপি"। সাম্প্রতিক, "মন মানে না" একটি ধারাবাহিক অভিনয়ে অভিনয় করছিলেন কালরস চ্যানেলে। যেখানে মুখ্য চরিত্র হিসেবে পল্লবি ছিলেন। সেই সময়ও পল্লবিকে দেখে কিছু বোঝা যায়নি। এছাড়াও পল্লবি দে স্টার জলসায় "আমি সিরাজের বেগম" নামক ধারাবাহিকে অভিনয় করেন লুৎফার ভূমিকায়।   
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: