বুধবার, ১১ মে, ২০২২

স্বাস্থ্য সাথী কার্ড না গ্রহন করাতে বেসরকারি হাসপাতালগুলিকে হুঁশিয়ারি

ma mata-banerjee-warns-hospitals-nursing-homes-for-refusing-patients-with-swasthya-sathi-card
চিত্র: মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

নিজস্ব প্রতিনিধি: এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জনসাধারনের কল্যাণের জন্য "স্বাস্থ্য সাথী" প্রকল্প করেন। তাতে এক রোগী স্বাস্থ্য সাথী কার্ডের মাধ্যমে ৫ লক্ষ টাকার চিকিতসার সুবিধা পাবেন। কিন্তু তা কই? হাতে গোনা কয়েক বেসরকারী হাসপাতাল ছাড়া প্রায়ই বেসরকারি হাসপাতালে স্বাস্থ্য সাথী কার্ড প্রত্যাখ্যান করে। এই নিয়েই ছিলো রাজ্য জুড়ে ভুড়ি-ভুড়ি অভিযোগ। আজ সেই নিয়ে বিভিন্ন হাসপাতালের সুপার, চিকিৎসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন। সেখানে বেসরকারি হাসপাতালের সুপার সহ চিকিৎসকদের হুশিয়ারি দিয়ে বলেন, "যে সকল হাসপাতালে রুগী ফেরাচ্ছেন তাদের স্বাস্থ্য কেমন তা খোঁজ নিতে বলা হয়েছে, প্রয়োজনে আইনত ব্যবস্থা নেওয়া হবে। কেন এই কার্ড গ্রহণ করছেনা হাসপাতালগুলি তা জানাতে বলা হয়েছে "। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: