বুধবার, ৪ মে, ২০২২

টিউশনি পড়তে গিয়েই প্রেম! বয়স বাড়তেই সুশান্তকে ভুলে যাচ্ছিলো সুতপা

murshidabad-murder-susanta
চিত্র: কলেজ ছাত্রী সুতপা চৌধুরী

ওয়েব ডেস্ক: বয়সটা তখন ১২ কিংবা ১৩। একসাথে পড়াশুনা, বেড়ে ওঠাই যে কখন যে প্রেমে পরিণত হয়ে উঠলো। সুশান্তর প্রতিবেশীদের সূত্রে জানা যায়, সুতপার বাড়ি সুশান্তর বাড়ির কাছেই। সুশান্তর বাড়ি পুরোনো মালদায় কিন্তু মানুষ হয়েছে সুতপার বাড়ির কাছেই অবস্থিত তার পিসির বাড়িতে। অষ্টম শ্রেণীতে পড়াশুনাকালীন সুশান্ত সুতপার বাড়িতে টিউশনি পড়তে যেত। সেই থেকে প্রেমের সূত্রপাত। একসাথে পড়াশুনা, একসাথে গল্প-আড্ডা, সন্ধ্যা নামলেই এই গলিতে গল্প ওই গলিতে দাঁড়িয়ে গল্প। তাদের প্রেমের একমাত্র ঠিকানা ছিলো সার্নি পার্ক। সেখানেই এককালে দুজনে বসে গল্প করতো যার স্বাক্ষী সুশান্তর প্রতিবেশীরাই। কিন্তু হঠাৎই যেন সুতপার বয়স বাড়ার সাথে সাথে মন থেকে সুশান্ত নামটা ক্রমশই মুছে যাচ্ছিলো। তা টের পেয়েছিলো সুশান্ত। 

এদিকে সুতপার এই প্রেম অপরিনত বয়সে তার বাবা মেনে নিতে পারেননি। তাই বহরমপুরের একটি মেসে পাঠিয়েছিলো পড়াশুনা করার জন্য। তবে সুশান্তর মনে সারাদিন সুতপা-সুতপা। উল্লেখ্য, মাসখানেক আগে সুতপার বাবা স্থানীয় কাউন্সিলর এবং অনন্য বিশিষ্টজনদের নিয়ে সালিশি সভা বসায়। জানা যায়, ল্যাপটপ ভর্তি সুশান্ত-সুতপার ঘনিষ্ঠ ছবি ছিলো তা দিয়েই সুতপাকে মেসে পাঠালেও মাঝে মধ্যেই ফোনে হুমকিও দিতো সুশান্ত। তাই সেদিন সালিশি সভায় সুশান্তর ল্যাপটপ আনতে বলে এবং সমস্ত ঘনিষ্ঠ সব ছবি মুছে দিতে বলে। অবশেষে মুছেও দেয় সেইসব ছবি। সুশান্ত ছোটোবেলা থেকেই পড়াশুনাতে মেধাবি ছাত্র। জানা যায়, সুশান্ত কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশুনা শেষ করেছে। এদিকে প্রেমিকা সুতপাও বহরমপুর গার্লস কলেজের পদার্থবিজ্ঞান শাখায় তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন। তবে প্রতিবেশীরা কোনোদিন ভাবেনি এই প্রেম শেষকালে এমন ভয়ঙ্কর রুপ নেবে।   
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: