বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

লং মার্চে পিটিআই, গেপ্তার হতে পারেন ইমরান খান

pakistan-pti-long-march
চিত্র: লং মার্চে পিটিআই প্রধান ইমরান খান

ইসলামবাদ: গত মাসে ৯ই এপ্রিল মধ্যরাতে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে পরাজিত হয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর পদ হারান ইমরান খান। নিজ দল পিটিআইয়ের প্রায় ২৪ জন সাংসদ দলত্যাগের পরেই সংসদে নিম্মকক্ষে আয়োজিত অনাস্থা ভোটে পরাজয় নিশ্চিত। নতুন প্রধানমন্ত্রী হোন শাহবাজ শরিফ। তিনি পাকিস্তানের ২৩ তম প্রধানমন্ত্রী। কিন্তু ইমরান খান মেনে নিতে পারেননি নতুন সরকারকে। এমন পরিস্থিতিতে ভারত বিরোধী হয়েও ভারতের বিদেশনীতিকে বাহবা দিয়েছেন বাংবার প্রকাশ্য জনসভায়। উল্লেখ্য, এই ইমরান খান যিনি পাকিস্তানকে ক্রিকেটে বিশ্বকাপ এনে দিয়েছিলেন ২২ বছর আগে। 

এবার সেই ইমরান খান পাকিস্তান সরকারের বিরুদ্ধে লং মার্চে যাচ্ছে দেশটির বিরোধী দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফ (পিটিআই)। জানা যায়, ওই লং মার্চ চলাকালীন গেপ্তার হতে পারেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের নিরাপত্তা এক কর্মকর্তার পক্ষ থেকে জানা গেছে, মঙ্গলবার অনুষ্ঠিত এক বৈঠকে ইমরান খানকে গ্রেপ্তারের জন্য বেশ কয়েকটি সংস্থার সঙ্গে আলোচনা হয়েছে। ইমরান খান লং মার্চ প্রসঙ্গে বলেছেন, "এ লংমার্চে পাকিস্তানের সর্বস্তরের জনগণকে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে ইমরান খান বলেন, ‘আমরা কখনোই (নতুন সরকারকে) মেনে নেবো না। যতদিন ইসলামাবাদে থাকতেই হোক না কেন, আমরা সেখানেই থাকব"।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: