মঙ্গলবার, ১০ মে, ২০২২

Malda News: বড়োসড়ো বিপদের হাত থেকে রক্ষা পেল বেসরকারি বাস

bus-accident-at-malda-due-to-overloading-injured-30-persons
চিত্র: দুর্ঘটনাগ্রস্ত বাস মালদায়

বিশ্বজিৎ মন্ডল: নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল বেসরকারি বাস। আহত কমপক্ষে ৩০ জন যাত্রী। ঘটনাটি ঘটে কালিয়াচক থানার সুলতানগঞ্জ জাতীয় সড়কের ধারে। বাসযাত্রী অবশ্য জানিয়েছেন ওভারলোডিং থাকার কারণেই নিয়ন্ত্রণ হারিয়ে বাস টি পাল্টি খেয়ে যায়। মঙ্গলবার ভোররাত্রে ঘটনাটি ঘটে কালিয়াচক থানার সুলতান নগর এলাকায়। আহত বাসযাত্রীরা তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানীয়রা নিয়ে আসলে এদের মধ্যে প্রাথমিক চিকিৎসা করে অনেকেই ছেড়ে দেওয়া হয় তবে ছয় জন বাসযাত্রী আশঙ্কাজনক অবস্থায় তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। 

আহতরা হলেন সুজিত আক্তার নূরী খাতুন শাহনাজ পারভীন সুমন বিশ্বাস এদের চারজনের নাম জানা গেল দুজনের নাম এখনো জানা যায়নি। এদের মধ্যে সুমন বিশ্বাসের বাড়ি কোচবিহার জেলা এলাকায় সে বেসরকারি কোম্পানিতে কর্মরত গতকাল রাতে শিলিগুড়ি থেকে সেই বেসরকারি বাসে উঠে কলকাতা যাচ্ছিল অন্যদিকে। সুজিত আক্তার, নূরী খাতুন ,শাহনাজ পারভীন ,তাদের বাড়ি হাওড়া জেলায়। এরা সবাই দার্জিলিং বেড়াতে গেছিল। শিলিগুড়ি থেকে এই বেসরকারি বাসে কলকাতায় ফিরছিলেন।  গাড়ি ৮০ থেকে ৯০ কিলোমিটার বেগে ছুটছিল। তারপর ভোররাতেই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি পাল্টি খেয়ে যায়। ইতিমধ্যেই যাত্রীদের উদ্ধার করে কালিয়াচক থানার পুলিশ মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় এই বিষয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানা পুলিশ। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: