রবিবার, ১৫ মে, ২০২২

বাংলাদেশের পিকে হালদার দুর্নীতির অভিযোগে ভারতে গেপ্তার

pk-halder-arrested-in-west-bengal
চিত্র: প্রশান্ত কুমার হালদার

রবিরুল ইসলাম: বাংলাদেশে অতি পরিচিত মুখ পি কে হালদার। পুরো নাম প্রশান্ত কুমার হালদার। যদিও ২০২০ সাল থেকে বর্তমানে বাংলাদেশ থেকে পলাতক। গত শনিবার দুপুরে ভারতে গেপ্তার করা হয়েছে। আজ রবিবারে তিনদিনের জন্য রিমান্ডে পাঠিয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। গেপ্তারের কারণ হিসেবে জানা যায়, অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ তারপর বেনামি সম্পত্তি ভারতে  কেনা-বেচা, টাকা পাচার করা সহ একাধিক অভিযোগে।  

মূল অভিযোগ, বাংলাদেশের কয়েকটি আর্থিক প্রতিষ্ঠান থেকে হাজার-হাজার কোটি টাকা আত্মসাৎ করেছে। পিকে হালদার সেই হাজার-হাজার কোটি টাকা আত্মসাৎ করে বিদেশেও পাচার করেছে বলে জানা গেছে। বাংলাদেশে এক হাজার কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এমনিই উদাহরণ, কলকাতায়। সূত্রের খবর, কলকাতায় বিপুল সম্পত্তির সন্ধান মিললো। কমপক্ষে ৯ টি জায়গায় এমন সম্পত্তির সন্ধান মিলেছে। পিকে হালদারের নামে ৩৪ টি মামলা রয়েছে বাংলাদেশে। তার এই কুকাজে সহযোগী মোট ১২ জনকে গেপ্তার করা হয়েছে।   
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: