মঙ্গলবার, ২৪ মে, ২০২২

ইউক্রেনে আরও চার হাজার কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

russia-ukraine-war-us-says-sending-4-billion-worth-of-weapons
চিত্র: ইউক্রেন-আমেরিকার প্রেসিডেন্ট

নিজস্ব প্রতিনিধি: রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ৩ মাস পার হতে চললো অথচ এখনও যুদ্ধ থামেনি। কিন্তু এই যুদ্ধ আরও প্রবল রুপ নিচ্ছে। জানা যায়, পশ্চিমী ২০ টি দেশ ইউক্রেনকে গোলা-বারুদ, অস্ত্র সরবাহ ক্ষেত্রে প্রতিশ্রুতি দিয়েছে। ইতিমধ্যে এই যুদ্ধ বিষয়ে আমেরিকা ও আরও ২০ টি দেশ নিজেদের মধ্যে ভার্চুয়াল বৈঠক সেড়ে নিয়েছেন। বৈঠক প্রসঙ্গে জানা গেছে, ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী ওলেক্সি রেজনিকভ প্রথমে ইউক্রেনের বর্তমান অবস্থা এবং দেশীয় সামরিক অবস্থার কথা অবগত করান। তিনি জানান, ইউক্রেনের পূর্ব এবং দক্ষিণ অংশ রাশিয়া নিজেদের দখলে নিয়েছে কিন্তু এখনও রাজধানী কিভ শহর বাকি। এরপরই আমেরিকার সভাপতিত্বে ২০ টি দেশ ইউক্রেনের সামরিক ক্ষেত্রে আরও গোলা-বারুদ ও অস্ত্র প্রদানে আগ্রহী প্রকাশ করেছে। ডেনমার্ক ইউক্রেনকে "হারপুন" নামক একটি জাহাজ বিধ্বংসী ক্ষেপনাস্ত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এবং চেক বিপাবলিক ইউক্রেনকে "হেলিকপ্টার, রকেট ও যুদ্ধের ট্যাঙ্ক" দিয়ে সাহায্য করতে চায়। এছাড়া যুক্তরাষ্ট্র আরও চার হাজার কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে কিভে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: