বৃহস্পতিবার, ২৬ মে, ২০২২

সাইকেল নয়! ট্রেনে আসবে সায়ান্তিকা, জেলাশাসককে নির্দেশ মুখ্যমন্ত্রীর

sayantika-came-from-malda-to-meet-cm
চিত্র: সায়ান্তিকা আসার সব ব্যবস্থা পাকা

সজল দাশগুপ্ত: অবশেষে সাইকেল চালিয়ে নয়, আট বছরের শিশু সায়ান্তিকা দাসের সঙ্গে দেখা করার জন্য সরাসরি ট্রেনের টিকিট পাঠিয়ে দেখা করার সুযোগ করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। বুধবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে মালদা জেলাশাসক রাজর্ষি মিত্রের কাছে ফোন আসে। জরুরী ভিত্তিতে সায়ন্তিকা দাস ও তার পরিবারকে কলকাতা পাঠানোর ব্যবস্থা করার নির্দেশ দেওয়া হয়। সায়ন্তিকা দাসের পরিবারের সঙ্গে কথা বলেন জেলাশাসক। মালদা-হাওড়াগামী ট্রেন সরাইঘাট এক্সপ্রেসে টিকিটের ব্যবস্থা করা হয় প্রশাসনের পক্ষ থেকে। 

বৃহস্পতিবার সকালে হাওড়া থেকে কালীঘাট যাবে সায়ন্তিকা সাইকেল চালিয়ে। কলকাতার পুলিশের পক্ষ থেকে সমস্ত ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।এদিকে মুখ্যমন্ত্রীর সাথে দেখা হবে বলে উৎসাহে প্রায় খাওয়াদাওয়াই বন্ধ করে দিয়েছে সায়ন্তিকা।সে জানিয়েছে গত দুদিন ক্যাডবেরি এবং আইসক্রিম খেয়ে কাটিয়েছে সে। সে আরো জানিয়েছে মুখ্যমন্ত্রীর কাছে সে জানিয়েছে তার দিদিরা যেন ভালভাবে পড়াশোনা করতে পারে সেই অনুরোধ জানাবে।সে নিজেও পড়াশোনা করতে ভালোবাসে এবং অনেক বড় হতে চায় সে এই কথাও জানাবে মুখ্যমন্ত্রীকে।

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: