মঙ্গলবার, ৩ মে, ২০২২

ফের ভদ্রেশ্বর জুট্মিলের গেটে তালা পড়লো

চিত্র: ভদ্রেশ্বর জুট্মিলে বন্ধের নোটিশ

হুগলি: গত ২৮শে ডিসেম্বর মাসে মালিকপক্ষ বনাম শ্রমিকের অসন্তোষের জেরেই বন্ধ হয়েছিলো ভদ্রেশ্বর জুট্মিল। ফের আবার ভদ্রেশ্বর জুট্মিলের কারখানায় গেটে তালা পড়লো। দীর্ঘদিন পরে বন্ধ থাকার পর চালু হয়েছিলো গত তিন মাস আগে। গত সোমবার কারখানার কতৃপক্ষ গেটে বন্ধের নোটিশ ঝুলিয়ে দেয়। ফলে সাড়ে চার হাজার শ্রমিক বেকার হয়ে পড়েন। ঘটনার পরিপেক্ষিতে জানা যায়, কারখানার স্প্রিনিং বিভাগে আধুনিক মেশিন আনে কতৃপক্ষ। 

এরফলে চারজন শ্রমিকের পরিবর্তে দুইজন শ্রমিকেই কাজ মিটে যাচ্ছিলো। এতে ক্ষোভ বাঁধে শ্রমিকদের মনে। সমস্ত বিভাগে শ্রমিকরা কাজ বন্ধ করে দেয় এবং কতৃপক্ষের এমন সিদ্ধান্তে আপত্তি জানায়। শ্রমিকদের দাবি, "মালিক শ্রমিক ছাঁটাইয়ে পরিকল্পনা করয়েছে। আধুনিক মেশিন স্প্রিনিং বিভাগে আনার ফলে কাজ যদিও দুজনকে দিয়ে মিটে যাচ্ছিল কিন্তু তাতে আরও দুইজন কম থাকায় কাজে বিপত্তিও বাড়ছিলো"। রাত থেকেই উৎপাদন বন্ধ ছিলো কারখানায়। সকালবেলা শ্রমিকরা কাজে এসে দেখে কারখানার গেটে তালা দেওয়া এবং বন্ধের নোটিশ ঝোলানো।    
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: