বুধবার, ১৮ মে, ২০২২

SSC Scam: সিবিআই থেকে বাঁচতে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ পার্থ চট্টোপাধ্যায়ের

tmc-minister-partha-chatterjee-files-case-at-kolkata-high-court-division-bench
চিত্র: প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

সজল দাশগুপ্ত: রাজ্য সরকারের একাধিক মন্ত্রী,সাংসদ,বিধায়ক বিভিন্ন দুর্নীতিতে জড়িত। তার মধ্যে অন্যতম শিক্ষক নিয়োগের এসএসসি পরীক্ষা নিয়ে দুর্নীতি। এবার এই দুর্নীতিতে সরাসরি জড়ালেন এরাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। প্রস্নজ্ঞত, গত বুধবার কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিলো আজ বুধবার সন্ধ্যা ৬ টায় পার্থ চট্টোপাধ্যায়ের হাজিরা দিতে। এরপরই, পার্থ চট্টোপাধ্যায় সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে বিচারপতি হরিশ টন্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তর ডিভিশন বেঞ্চে দারস্থ হয়েছেন। 

এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীকে পার্থ চট্টোপাধ্যায়কে মন্ত্রী পদ থেকে সরানোর জন্য আর্জি জানিয়েছে। মন্ত্রীপদ থেকে সরানোর প্রসঙ্গে বিচারপতি জানান, "কেননা স্বচ্ছ সমাজ গড়তে দুর্নীতিগস্থকে ঠাই দিতে নেই। সেই কথা মাথায় রেখে এই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে"। এদিকে রাজ্যের আর এক শিক্ষাপ্রতি মন্ত্রী পরেশ অধিকারী উধাও। তাকেও এসএসসি মামলায় সিবিআই "নিজাম প্যালেস" অফিসে হাজিরা দিতে নির্দেশ দিয়েছিলো কলকাতা হাইকোর্ট একক বেঞ্চ।  
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: