শনিবার, ১৪ মে, ২০২২

ইস্তফা দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

tripura-chief-minister-biplab-deb-resigns
চিত্র: ইস্তফা পত্র রাজ্যপালের হাতে তুলে দিচ্ছেন

নিজস্ব সংবাদদাতা: ত্রিপুরায় কমিউনিষ্ট সরকারকে পতন ঘটিয়ে ২০১৮ সালে মুখ্যমন্ত্রীর ক্ষমতায় বসে ছিলেন ত্রিপুরা রাজ্যের বিজেপির রাজ্য সভাপতি বিপ্লব দেব। রাজ্যে বিধানসভা ভোট হতে এখনও ১০ মাস বাকি। কিন্তু এখনিই ত্রিপুরার মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন বিপ্লব দেব। এরপর কে ত্রিপুরার মুখ্যমন্ত্রী হবেন তা আলোচনা চলছে। তার ইস্তফা পত্র রাজ্যপালের সাথে দেখা করে হাতে তুলে দিয়েছে। সূত্রের খবর, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব চাইছে রাজ্যের বিধায়করাই ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে বেছে নিক। যা পুরোটাই হবে গনতান্ত্রিক উপায়ে। এদিকে ত্রিপুরার পর্যবেক্ষক হিসেবে পৌঁছিয়েছে বিনোদ তাওড়েও। 

ইস্তফা দিয়ে বিপ্লব দেব জানান, "পার্টি সবার উপরে। আমার মতো কার্যকরতা সংগঠনের কাজ করলে সংগঠনের ভালো হবে, সে মুখ্যমন্ত্রী হোক কিংবা সাংগঠনিক কাজ। প্রতিটি কাজের একটা সময়সীমা থাকে, আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও দলের নির্দেশ মতো কাজ করেছি। আমি ত্রিপুরা রাজ্যের মুখমন্ত্রী হিসেবে ন্যায়বিচার করেছি। 
  • Published By: BIPRADIP DAS  

Share This

0 Comments: