রবিবার, ১৯ জুন, ২০২২

ব্যান্ডেলের কৃতি সন্তান স্নেহা ছবি এঁকে মায়ের দুঃখ ঘোচাতে চায়! উচ্চমাধ্যমিকে ৪৭১ নাম্বার নিয়ে পাশ

bandel-sneha-das-continues-to-follow-her-passion-to-help-her-mother
চিত্র: ব্যান্ডেলের উচ্চমাধ্যমিকে কৃতি স্নেহা দাস

নিজস্ব সংবাদদাতা: ব্যান্ডেলের স্নেহা ছোটোবেলা থেকে বরাবরই মেধাবি পড়াশুনাতে। ছবি আঁকা তার প্যাশন। ছবি অঙ্কনে দুর্দান্ত স্নেহা। ছবি অঙ্কন স্নেহার জীবনের এক অন্যতম সম্বল। সপ্তম শ্রেনীতে পড়াশুনা করাকালীন হারিয়েছে বাবাকে। বাবা সুশিল দাস মুম্বইতে জুয়েলারির কাজ করতেন। তখন সংসার সচ্ছল ছিলো। কিন্তু হঠাৎ বাবার মৃত্যুতে মা এবং মেয়ের মাথায় ছাদ ভেঙ্গে পড়ে। ঠাই মেলে মামা বাড়িতে। দাদু সুদর্শন চক্রবর্তী যতদিন বেঁচে ছিলেন ততদিন বেশ ভালোই চলছিলো স্নেহার মাকে নিয়ে সংসার। মাসিরাও সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলো। কিন্তু দাদু মারা যাবার পর ফের দুর্দশা নেমে আসে স্নেহাদের সংসারে। মাসিরাও হাত গুটিয়ে নেয় সাহায্যের থেকে। 

debrata-roy-jyotish

এরপরই মা সংসারের হাল ধরতে কলেজের ক্যান্টিনের রান্নার কাজে যোগ দেয়। বেতন পান মাসিক আড়াই হাজার টাকা। সেই দিয়ে চলে এই বর্তমান অগ্নিমূল্য বাজারের সংসার সহ স্নেহার পড়াশুনা। এহেন পরিস্থিতিতে স্নেহাকে সমস্ত গৃহশিক্ষক বিনা বেতনে পড়াতেন। আরও ভালো ভাবে গাইড দিতেন চুঁচুড়া বীনা মন্দিরের শিক্ষিকারা। এবার উচ্চ-মাধ্যমিকে স্নেহা ৪৭১ নাম্বার নিয়ে পাশ করেছে। এখন স্নেহার স্বপ্ন ইংরেজি নিয়ে কলেজে অনার্স পড়বে কিন্তু তা কি সম্ভব তার মায়ের এই বেতনে! যা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে স্নেহার ভবিষৎ -এর সামনে। স্নেহা চায় তার ছবি অঙ্কন এই প্যাশনে মাধ্যমে তার মায়ের এই দুঃখ ঘোচাতে এবং সংসারে ফের সচ্চল ফিরিয়ে নিয়ে আসতে।   
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: