মঙ্গলবার, ৭ জুন, ২০২২

মাধ্যমিক পাশ থাকলেই করতে পারেন মোবাইল রিপেয়ারিং কোর্স

mobile-repairing-course-telecom-care
চিত্র: টেলিকম কেয়ারের ল্যাব

নিজস্ব সংবাদদাতা: আধুনিক যুগে সবার হাতে ফোন! সেই তুলনায় বাড়ছেও ফোন খারাপের সংখ্যাও। পাশাপাশি তেমনি মোবাইল রিপেয়ারিং(Mobile Repair) করার ক্ষেত্রে চাহিদা বাড়ছে টেকনিশিয়ানদের। তাই দরকার টেকনিশিয়ান প্রাপ্ত প্রশিক্ষণ। যার মাধ্যমে তারা বিভিন্ন মোবাইল কোম্পানির অনুমোদিত সার্ভিস সেন্টারে চাকরির সুযোগ পান বা নিজেও ব্যবসা করতে পারেন। এই ব্যবসার জন্য মোটামুটি ১০ হাজার টাকা হলেই প্রথম অবস্থায় আপনি ব্যবসা শুরু করতে পারেন। এমনি প্রশিক্ষণ দিতে হুগলি জেলায় ত্রিবেণীতে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের আন্তর্জাতিক খ্যাতি-সম্পন্ন বিপ্রদ্বীপ দাস (বিজ্ঞান বিভাগীয় ছাত্র, B.Sc, Telecom, "টেলিকম কেয়ার মোবাইল রিপেয়ারিং ট্রেনিং ইন্সটিটিউট (Telecom Care)" প্রতিষ্ঠিত করেছেন। যা ISO 9001:2015 দ্বারা অনুমোদিত এবং ভারত সরকার দ্বারা স্বীকৃত। যেখানে ছাত্রদের প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন সার্ভিস সেন্টারে চাকরির সুযোগ করিয়ে দেওয়া হয়। এবং আন্তজার্তিক মানে সরকারি চাকরির গ্রহণযোগ্যতা সম্পন্ন সার্টিফিকেট প্রদান করা হয়। 


মোটামুটি মাধ্যমিক পাশ করলেই করতে পারেন মোবাইল রিপেয়ারিং কোর্স(Mobile Repairing Training)। টেলিকম কেয়ারের যোগাযোগ নাম্বার (+91) 8420549197, 033-35645549. ইতিমধ্যেই, পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন জেলা হুগলি, নদীয়া, বাকুড়া, পশ্চিম বর্ধ্মান, পুরুলিয়া,দক্ষিণ ২৪ পরগণা, সহ আন্তর্জাতিক স্তর অথাৎ বাংলাদেশের বিভিন্ন জেলা সহ চিটাগাং থেকেও টেলিকম কেয়ারের ডিরেক্টর বিপ্রদ্বীপ দাসের সাথে অনেক ছাত্ররা ট্রেনিং নেওয়ার ঊদ্দেশ্যে যোগাযোগ করেছে। 


Share This

0 Comments: