বুধবার, ১ জুন, ২০২২

প্রয়াত বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে kk

singer-kk-is-passes-away-in-kolkata-today
চিত্র: বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ

সজল দাশগুপ্ত: বলিউডের অন্যতম বিখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুনাথ ওরফে kk প্রয়াত। জীবনের শেষ গান নজরুল মঞ্চে গেয়ে ফেরার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়েন। শোকের ছায়া নেমে এসেছে, সংগিত জগতে। ঘটনা প্রসঙ্গে জানা গেছে, ৩০ এবং ৩১ মে কলকাতায় শো ছিল কেকে-র। 

গুরুদাস মহাবিদ্যালয়ের অনুষ্ঠানে যোগ দিতে কলকাতা এসেছিলেন। সেখানে গান গাওয়া সময়ই অল্প অসুস্থ বোধ করেন। তখনই মঞ্চের স্পটলাইট বন্ধ করতে বলেন। বেশী অসুস্থ হওয়াতে হোটেলে ফিরে আসেন। এরপরই অজ্ঞান হয়ে পড়তেই বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত্যু বলে ঘোষণা করে। মৃত্যুর কারণ হিসেবে, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন কেকে যার ফলে এমন পরিণতি। তবে ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এরপরই উঠে মৃত্যুর আসল রহস্য।
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: