রবিবার, ২৪ জুলাই, ২০২২

বঙ্গবিভূষন সম্মান প্রত্যাখ্যান করলেন নোবেলজয়ী অমর্ত্য সেন

amartya-sen-will-not-receive-banga-bibhushan
চিত্র: নোবেলজয়ী অমর্ত্য সেন

নিজস্ব সংবাদ: সিদ্ধান্ত হয়েছিলো রাজ্য সরকারের পক্ষ নোবেলজয়ী অর্থনীতিবীদ অমত্য সেনকে "বঙ্গবিভূষন" সম্মান প্রদান করা হবে। কিন্তু অমত্য সেনের পরিবারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়, "এই পুরুস্কার গ্রহণ করবেন না অমত্য সেন"। তবে রাজ্য সরকারের পক্ষ থেকে এই সম্মান প্রত্যাখ্যান করার কারণ এখনিই জানা যায়নি। এই মুহূর্তে অমত্য সেন বিদেশে রয়েছেন। ধারণা করা হচ্ছে, রাজ্য সরকারের একাধিক দুর্নীতি ধীরে ধীরে সামনে আসা, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের SSC মামলায় নাম জড়ানো এবং মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখার্জির বাড়িতে ২১ কোটি টাকা উদ্ধার ঘটনাকে কেন্দ্র করেই এহেন সিদ্ধান্ত। এরই মধ্যে বাম নেতা তথা প্রাক্তন সাংসদ সুজন চক্রবর্তী এই সম্মান প্রাপকদের কাছে প্রত্যাখ্যান করার আর্জি জানিয়েছিলেন। 
  • Published By: BIPRADIP DAS      

Share This

0 Comments: