রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

চিনের প্রেসিডেন্টকে নিয়ে এখন নতুন চর্চা সোশ্যাল মিডিয়ায়

arrested-chinese-president-xi-jinping-news-trending
চিত্র: চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

নিজস্ব সংবাদ: চিনের প্রেসিডেন্টকে নিয়ে এখন নতুন চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বিভিন্ন সূত্রের খবর, চিনের নতুন প্রেসিডেন্ট হতে চলেছেন লি কুয়োমিন। চিনের কমিউনিষ্ট পার্টির অন্দরে চলছে নতুন ভাবনা। জানা যায়, সম্প্রতি, সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দিতে আসেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। এমন অবস্থায় পার্টির অন্দরে তাকে গৃহবন্দি করার ব্লুপ্রিন্ট করা হয়েছে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এখনও চিনের সরকারের পক্ষ থেকে অফিসিয়াল ভাবে কোনও ঘোষণা হয়নি। সূত্রের খবর, ইতিমধ্যে চিনে দুজন প্রাক্তন মন্ত্রীর মৃত্যুদন্ড ও চারজন আধিকারিককে জেলে পাঠাতেই শি জিনপিংকে সড়ানো নিয়ে তোরজোড় শুরু হয়েছে। কানাঘুষো শোনা যাচ্ছে, চিনের কমিউনিষ্ট পার্টি পিপলস লেবারেশন আর্মির প্রধানের পদ থেকেও সরানোর ইঙ্গিত পাওয়া যাচ্ছে। শি জিনপিং বিরোধী গোষ্ঠী চিনের কমিউনিষ্ট পার্টিতে সক্রিয় হয়ে উঠেছে। 
  • Published By: BIPRADIP DAS

Share This

0 Comments: