শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

অপেক্ষার অবসান! খুলে গেল জয়গা ভুটান গেট

ভুটান গেট
চিত্র: ভুটান গেট

সজল দাশগুপ্ত: দীর্ঘ আড়াই বছরের অপেক্ষার অবসান আজ থেকে খুলে গেল জয়গা ভুটান গেট। ভুটানের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আজ থেকে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল ভুটান গেট। ভুটান গেট খোলবার পর প্রচুর মানুষ ভুটানে প্রবেশ করেন বলে জানা গিয়েছে। এই উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। ভুটানের প্রধানমন্ত্রী এই বিষয়ে জানিয়েছেন করোনার কারণে আড়াই বছর বন্ধ রাখা হয়েছিল ভুটান গেট। 

উদ্ভোবন হতে চলেছে ৮০০ মিটার দীর্ঘ লম্বা নবনির্মিত টালা ব্রিজ

নিজের দেশকে সুরক্ষিত রাখতেই এমন পন্থা অবলম্বন করেছিল ভুটান। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারণে আজ থেকে ভুটান গেট খুলে দেওয়া হল। জানা যায়, এই গেট খোলা  থাকলে ভুটান থেকে ভারতে প্রবেশ বাজার করে নিয়ে যায় ভুটানবাসী। আবার ভারতের মানুষ ভুটানে গিয়ে বাজার করে নিয়ে আসে। স্থানীয় এলাকায় আর্থিক পরিস্থিতি অনেকটাই এই ভুটান গেটের উপর নির্ভরশীল। পর্যটকদের সুবিধার্থে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানানো হয়েছে। 

  • Published By: BIPRADIP DAS 


Share This

0 Comments: