সোমবার, ১০ অক্টোবর, ২০২২

উত্তরাখণ্ড থেকে অমিত সাউয়ের মৃতদেহ ফিরলো কলকাতায়

amit-shaw-dead-body-reached-at-airport
চিত্র: উত্তরাখণ্ড ধসে উদ্ধারকার্য চলছে

নিজস্ব সংবাদ: ভয়ানক বৃষ্টিপাতের কারণে উত্তরাখণ্ড ধসের কবলে, অতি বৃষ্টির কারণে উত্তরাখণ্ডের পিথরগরে ধস নামার খবর মিলেছে। আটকে রয়েছে প্রচুর যানবাহন। ফলে এলাকায় যানবাহন চলাচল ব্যাহত হয়েছে। জানা গেছে, উত্তরাখণ্ডের উপরের অংশে মৌসুমের প্রথম তুষারপাত চলছে, সেই কারণে উত্তরাখণ্ডের নিচের অংশের তাপমাত্রার অনেকটাই পরিবর্তন হয়েছে। ধস সরিয়ে রাস্তা মেরামতির কাজ শুরু করা হয়েছে বলে জানা গেছে। 

গত ১১ সেপ্টম্বর উত্তরাখণ্ড সফরে রওনা দেয় বাংলা থেকে ৪১ জন। এর মধ্যে ৯ জনকে জীবিট অবস্থায় পাওয়া যায়। তবে তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। প্রত্যেকেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।এদিকে এদিন সোমবার সকালে বাংলার পর্বতরোহী অমিত সাউয়ের মৃতদেহ কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছায়। বিমানবন্দরে উপস্থিত ছিলেন, রাজ্যের ক্রিয়া মন্ত্রী অরুপ বিশ্বাস। 

Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: