বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২

টেট উত্তীর্ণ প্রার্থীদের আন্দোলনকে "অনৈতিক" ব্যাখা মুখ্যমন্ত্রীর

tet-pass-candidate-demand-primary-recruitment
চিত্র: টেট উত্তীর্ণ প্রার্থীরা আন্দোলনে কলকাতায়

নিজস্ব সংবাদ: এবার কলকাতার রাজপথে ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রার্থীদের আন্দোলনকে "অনৈতিক" বলে ব্যাখা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির। তিনি বলেন, "আমি নৈতিকের সঙ্গে আছি, অনৈতিকের সঙ্গে নেই"। এদিকে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে। কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়ে জানিয়েছে, "১৪৪ ধারা আন্দোলনকারীদের মানতে হবে। এবং কর্মীরা যাতে অফিসে ঢুকতে পারে তার জন্য যথাযথ ব্যবস্থা নিতে হবে রাজ্য পুলিশকে। কোর্টের এই নির্দেশ আগামী ১০ই নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।  

ঘটনাপ্রসঙ্গে পর্ষদ সভাপতি গৌতম পাল জানান, শিক্ষক চাকরি প্রার্থীদের এই আন্দোলনের পিছনে রাজনৈতিক ইস্যু রয়েছে। অতএব তিনি বলেন, এই আন্দোলন তুলে নিয়োগ প্রকিয়ায় ফের অংশগ্রহণ করুক। অন্যদিকে চাকরি প্রার্থীদের দাবি, "আমাদের বয়স বেড়ে গেছে। আগের সিলেবাস এখন আর নেই। সিলেবাস পরিবর্তন হয়েছে। সেক্ষেত্রে আমরা আর দ্বিতীয়বার পরীক্ষা দিতে পারব না। এবং আমরা ২০১৪ সালে টেট পরীক্ষায় উত্তীর্ণ। আমরা আমরণ অনশন করে যাব। যতটাইম নিয়োগ প্ত্র হাতে পাচ্ছি"।   

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: