সোমবার, ১০ অক্টোবর, ২০২২

গান্ধীমূর্তির পাদদেশে চলছে শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণা

wbssc-nine-to-twelve-teacher-recruitment
চিত্র: শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণা

নিজস্ব সংবাদ: কলকাতায় গান্ধীমূর্তির পাদদেশে ৫৭৫ ধরে রাজ্যের নবম-দ্বাদশের হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণা চলছে। দুর্গোৎসবের দিনগুলিতেও চাকরি প্রার্থীদের চোখের জলের সাক্ষী হয়ে রইল বাংলা। দুর্গোৎসবের দিন গুলিতে দুই ভিন্ন ধরনের দৃশ্য পশ্চিমবঙ্গ রাজ্যে এক নজিরবিহীন দৃষ্টান্তের সৃষ্টি করেছে। রাজ্য জুড়ে একদিকে মহাসমারোহে দুর্গোৎসব বাংলার ঘরে ঘরে খুশিতে ভরিয়ে তুলেছে। পূজা মন্ডপ গুলিতে  জগৎ জননী দুর্গা মায়ের আরাধনা চলছিল। মানুষেরা দেবী প্রতিমা দর্শনের জন্য পূজা মন্ডপ গুলিতে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন। চারিদিকে বিভিন্ন ধরণের আলোকসজ্জায় পূজা মন্ডপ গুলি সেজে ওঠেছে। অন্যদিকে শিক্ষিকা পদপ্রার্থীদের ধর্ণায়। 

আরও খবর, উত্তরাখণ্ড থেকে অমিত সাউয়ের মৃতদেহ ফিরলো কলকাতায় 

তারা জানিয়েছেন, যে মেধাতালিকায় সামনের দিকে থেকেও চাকরিতে নিয়োগপত্র পাননি অথচ মেধাতালিকায় অনেক পিছনের দিকে থাকা বহু চাকরি প্রার্থীদের অবৈধভাবে চাকরিতে নিয়োগ করেছে স্কুল সার্ভিস কমিশন। আবার মেধাতালিকায় কোথাও নাম নেই এমন বহু ফেল করা প্রার্থীদের দুর্নীতি করে নিয়োগ করা হয়েছে। ধর্ণারত হবু শিক্ষক-শিক্ষিকা পদপ্রার্থীগণ আরও জানিয়েছেন, যে তারা দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত হয়েছেন। তারা দফায় দফায় রাজ্যের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান, রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টপাধ্যায় কতৃক আশ্বাস পেলেও বাস্তবে তারা এখনও নিয়োগপত্র হাতে পাননি। তারা মৌখিক কোনো আশ্বাসের প্রতি ভরসা রাখছেন না।তারা নিয়োগের নোটিফিকেশন চাইছেন, কাউন্সিলিং চাইছেন। তাদের দাবি নবম-দ্বাদশের মেধাতালিকা ভুক্ত অথচ দুর্নীতির কারণে চাকরি থেকে বঞ্চিত সকল শিক্ষক-্শিক্ষিকা পদপ্রার্থীদের অতি দ্রুত চাকরিতে নিয়োগ করতে হবে। 

  • Published By: BIPRADIP DAS


Share This

0 Comments: